Notice

2022-23 শিক্ষাবর্ষের ( দ্বাদশ ) শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ভূল একাউন্ট সংশোধন প্রসঙোগ

এতদ্বারা অত্র কলেজের 2022-23 শিক্ষাবর্ষের ( দ্বাদশ ) শ্রেণীর উপবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যেসকল ছাত্র-ছাত্রী উপবৃত্তির হিসাব নম্বর ও  তথ্য ভূল হয়েছিল বা এখনো ভূল রয়েছে তাদের আগামী 11/11/2023 ইং তারিখের মধ্যে কলেজে এসে তথ্য সংশোধন করার জন্য বিশেষভাবে নির্দেশ করা হ”ল। অন্যথায় কলেজ কোন দায়-দায়িত্ব বহন করবে না।